Babul Supriyo on Hanuma Vihari: হনুমা বিহারীর ব্যাটিং নিয়ে \'অমানবিক\' পোস্ট বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র

2021-01-11 1

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম দিনের ম্যাচে হনুমা বিহারীর (Hanuma Vihari) ধীর গতিতে ব্যাটিং  নিয়ে মন্তব্য করায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। হ্যামস্ট্রিংয়ে চোট পান হনুমা। কঠিন হলেও রবীন্দ্র জাদেজার আঙুল ভাঙ্গায় তাঁকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চোট নিয়েও অশ্বিনকে সঙ্গে নিয়ে ম্যাচের গতি ফেরান হনুমা। তাঁর লড়াইয়ে অজিদের বিরুদ্ধে পঞ্চম দিনে ম্যাচ ড্র করে ভারত। তবে হনুমার কঠিন লড়াইকে উপেক্ষা করে বাবুল সুপ্রিয় টুইট করেন-\"১০৯ বলে ৭ রান! শুনতে খুব খারাপ লাগলেও, হনুমা বিহারী কেবল ঐতিহাসিক জয় অর্জনের জন্য কোনও সম্ভাবনাই মেরে ফেলেননি, ক্রিকেটকেও মেরে ফেলেছেন। দূর দূর পর্যন্ত জয়ের কোনও আশাই নেই।\" এমনই বিতর্কিত মন্তব্য করেন তিনি। পাশাপাশি আরও লেখেন,\"আমি জানি ক্রিকেটের বিষয়ে আমার বিশেষ জ্ঞান নেই\"। এই মন্তব্যটি তিনি যখন করেন হনুমা তখনও লড়ে যাচ্ছেন অজিদের বিরুদ্ধে। পোস্টটি নিয়ে নেটিজেনদের প্রবল সমালোচনার মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী।

Free Traffic Exchange